বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

কমিটি - এনাম রাজু

কমিটি

বহুকাল আগেই বন্ধুর রাগের ছোবলে 

মার্বেলে এক চক্ষু বন্ধ হয়

নিলামে সে বছরই মার্বেলটি উঠে 

যাওয়ার কথা ছিলো

টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দের কারণে 

নিলাম কমিটির সদস্যরা

কেউ কারো কথা শুনতে পারেনি বলে সঠিক 

সিদ্ধান্তে পৌছানো কঠিন হয়ে যায়

অনেকবার মিডিয়ার চাপে দিনক্ষণ ধার্য করা হলেও

জন্ম নেয় নতুন কোনো ইস্যুর,

থমকে পড়ে অতীত।

এখন আর কারোরই মনে নেই সে 

চক্ষু ও মার্বেলটির কথা

অচল গাড়িকে মাঝে মাঝে সংবাদকর্মীরা সামনে আনে

যেনো নিষিদ্ধ গাড়ির ইঞ্জিন রঙ করে 

ইদ যাত্রীর সুবিধার জন্য

কে কার জন্য কথালবে,ঠোঁট ফুলাবে 

গরম দুধের ঘ্রাণ ছাড়া

অতপর পুরনো ফাইল হয়ে আলমারির তলদেশে 

স্থান পায় একটি মার্বেল ও চক্ষু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন