শনিবার, ১২ আগস্ট, ২০১৭

রক্তাক্ত নিব - সুশান্ত হালদার

রক্তাক্ত নিব

     

কলমের নিব রক্তাক্ত পাথর ভেঙে ভেঙে
যেখানে লেখার কথা ভালোবাসবার
সেখানে করেছে চুরমার
রক্তের দাগে অভিমানী অক্ষরেরা ছুটে চলে গুয়েতেমালা
মায়ানমার, প্রাচ্যের ভেনাস থেকে তিউনিশিয়া
কী করে বলবে গোলাপের হয়নি মরণ
প্রেয়সী যখন শাড়ির আঁচল উঁচিয়ে
ভুগা নাঙ্গা মানুষের স্বপ্ন ভঙ্গের হতাশার কথা বলে!

স্বাধীনতা, হে আমার সুখের স্বাধীনতা
এসেছিলে পিতার তর্জনীর কম্পিত ইশারাতে
পদ্মা মেঘনা যমুনার বুক জুড়ে
পাল তোলা নৌকার ঝিরঝিরে বাতাসে ভর করে
বোনের মেহেদি পরা হাতে বারুদের গন্ধ শুকে শুকে,
কী করে বলবো ভোঁতা কলম এখানে
শাণিত হবে পাথর কেটে কেটে!

স্বপ্নের পৃথিবী আমার ঘোর তমসায় আচ্ছন্ন
চন্দ্রের দেখা নাই,কালির বদলে রক্ত
চোখে ঘুম নাই,ইটের পাঁজরে আঘাত করে রক্তচোষা ভেম্পায়ার
অস্হি মজ্জায় লিউকোমিয়া,ছড়িয়ে ছিটিয়ে ব্যাক্টেরিয়া ছত্রাক
পেরেকের আঘাত নিছক ফোটা পদ্ম
জীবন মানেইতো শাঁখের করাতে উঠে বসবার,

স্বাধীনতা, হে আমার সুখের স্বাধীনতা
বুক পকেটে এখনো জমিয়ে রেখেছি বীরাঙ্গনা মায়ের আর্ত চিৎকার
কী করে লিখবো
হিরোশিমা নাগাসাকি ভুলে গেছে এডলফ হিটলার!
          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন