বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

বন্যার্ত মানুষের জন্য - স্বপন শর্মা

বন্যার্ত মানুষের জন্য

.
মড়ার উপর খাঁড়ার ঘা যে
আসে বারে বার,
বর্ষা এলে জলের তোড়ে
ভাঙ্গে নদীর পাড়।

বসতবাড়ি ভিটে মাটি
সবটা ভেঙ্গে ফেলে
ছা-পোষাদের দুঃখ বাড়ে
বর্ষা ঋতু এলে।

জলের উপর ভেলায় বসে
করছে বসবাস-
সব হারিয়ে অশ্রু ফেলে
ছাড়ে দীর্ঘ শ্বাস।

বাঁচার জন্য খুঁজে বেড়ায়
মাথা গুঁজার ঠাঁই-
জলে ডোবা মানুষগুলোর
একটু অন্ন চাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন