বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

নীড় -অনিমেষ সিংহ


নীড়

পাখি,
সারাদিন জল-ডাঙা 
ডাঙা- জল
এবং তৃণভূমি নিয়ে ফিরে এলো নিজের বাসায়। 
তখন রাত 
পাতায় পাতায় 
শিরায়-শেকড়ে গহণ রাত !
চাঁদ জ্বালিয়ে দিল তার বর !
বুকের শিশিরে ফোঁটা ফোঁটা চাঁদ
ছোট ছোট জোৎস্নার মাধুর্য্য।
নিবিড় শ্রমের পরে পৃথিবীর অজ্ঞতা মুছে যায় -
নরম আলোর চুম্বনে,
বাসাভর্তি তৃপ্ত আগুনে !
তারা দেখল
সোনালী ধানের ক্ষেতে সমগ্র দিনের সূর্য 
শুয়ে আছে 
মাটির নেশায় বুঁদ চারাগাছটির মতো
মাটি নেচে যাচ্ছে আদিবাসী রমণীর পায়ে পায়ে ,
আদিমতম মুদ্রায় নেচে নিচ্ছে রাত।
এই মুহূর্তে নিভিয়ে দাও বহিরাগত পৃথিবীর উত্তাপ।
ভিতরে দারুণ প্রপাত
চাঁদ জ্বলে যাচ্ছে নিবিড় আলিঙ্গনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন