বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

মৃত্যু পায়ে পায়ে হাঁটে - মতিন বৈরাগী

মৃত্যু পায়ে পায়ে হাঁটে

হঠাৎ ঘুম এসে গেলে জাগবো না এই সত্য আমার;

চৈতন্য ঘুমিয়ে গেলে পড়ে থাকবে স্তব্ধতার ভাষা অন্য সম্ভবনা

মুছে যাওয়া বোধ উল্কায় উল্কায় রঙ হারালে 

সমভূমি তৃষ্ণায় রূপ নেবে অমর অজর অক্ষর স্মৃতির লতাপাতা

মুছে যাবে

বিনাশী এই ঘুম মানুষের অঙ্গের মগজের হাড়ের ও রক্তের

যার যার তার তার নেয় না কেউ কাঁধে আর 

অথবা করে না বিনিময়

কেউ যায় না সেই ঘুমের অন্দরে, যেখানে পড়ে আছে সে

পড়ে থাকবে কোনো নিরাপদ গুহায় অথবা প্রজ্জলনে

মিলাবে আকাশগঙ্গা অদৃশ্য হাওয়ায়-

এই ঘুম আসে মানুষের প্রাণের বিস্তারে একার নিভৃতি

যেনো একটা ঢিলের বিস্তার জলে কেঁপে কেঁপে নেমে গেলো আরেক দিগন্তে

বিশাল বিস্তৃত জলধি গ্রাস করে নিলো সবটুকু শুষে

সেই ঘুম নামলে চোখে ঘুমিয়ে যায় কাকাতুয়া ঘুমের আঁধারে

যার যার তার তার এক নিয়ম নিরন্তর মহাশূন্যের

অথবা নিয়ম করে নেয় কেউ নিজের নিয়মে

কেউ আর আসে না অচঞ্চল মেঘের সীমায় 

মৃত্যুই আসে; ফেলে যেতে পারে না বলে তারে 

নিজের সৃষ্টির বিপরীত বিহারে

জন্ম থেকে মৃত্যু পায়ে পায়ে হাঁটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন