শনিবার, ১২ আগস্ট, ২০১৭

নিঃসঙ্গতা বোঝে - নাসির ওয়াদেন

নিঃসঙ্গতা  বোঝে    

অক্ষমতার আলো নিয়ে আসে নিঃসঙ্গতা 
লাল-নীল মিলেমিশে দ্রোহের ডাক ভোরের 
রেলগাড়ির ঘাতক খোঁজে ধোঁয়াশার রাত

হৃদয় কামড়ে থাকে অনাবশ্যক দিন 
মেঘ হয়ে উড়ে উড়ে যাচ্ছে যৌবন ••••

আছড়ে পড়া তরঙ্গ সদ্য ফোটা কিশোরীর বুক 
অনুভব করছে দেহের ঝিলিক ---

একটা অনুরাগ বক্ বক্ করে নিয়ত 
প্রকৃতির সাথে উড়বে অবিশ্বাসী ডানা  

নিঃসঙ্গতা বোঝে প্রকৃতির ব্যথা  
আকাশে  ঘন ঘন বিজলির চমকানি

ভেজা গন্ধে কচি চারার উচ্ছ্বলতা বাড়ে 
ফলবতী হবে মাটি আশ্বিনের উৎসবে ।

                      

          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন