শনিবার, ১২ আগস্ট, ২০১৭

বাঁশিওয়ালা - সিউলি সিরাজ

বাঁশিওয়ালা

মধ্যরাত চমকে চায়!
জেগে ওঠে নিশ্চুপ রাজপথ;
মাঈনুদ্দীনের হাতে বাঁশি...

কংক্রিট দেয়াল ছুঁয়ে,
ঘর-মন-জানালা ছুঁয়ে,
ক্ষ্যাপা বাঁশি তুলে আনে ব্রহ্মপুত্রের কান্না।
পীচের রাস্তায় সোঁদামাটি গন্ধ...

ইরার চোখে জল;
এবরশন টেবিল---রক্তপিণ্ড...
আনিস সাহেবের অনুতপ্ত বুক---
ড্রয়ারে প'ড়ে আছে গোপন ফাইল।

ফেলে আসা লাউয়ের ডগার মত,
জীবনের হাহাকার ছুঁড়ে ফেলে, লতিকা।
নীলু বুকে গুঁজে নেয় দালালের টাকা---

বাবার পকেট কেটে আনা নেশার টাকায়,
মায়ের পথ্য নিয়ে বাড়ি ফেরে সুমিত।
বস্তির ছেঁড়া তেরপলের ফাঁক গলে উঁকি দেওয়া কামুক চাঁদ,
নিঃসঙ্কোচে চুমু খায় আয়নাবিবির কপালে---
মাতাল জমির শেখের নিষ্পলক চোখে জল!

যোগিনীর বেভুল সুরে,
মধ্যরাতে গড়ায় বিভ্রম;
বাজে বাঁশি---কাঁদে মাঈনুদ্দীন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন