বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

বিবর্ণ মুখ- জেবু নজরুল ইসলাম

বিবর্ণ মুখ

সেদিন তোমার খুব কাছে এসেও জানতে পারিনি তুমি কতোটা সুখে আছো,

যে নীলাভ দুটিচোখে লেগে থাকতো হাসির মমতা সেই মদির নয়নযুগল মনে হলো নিশীথে ঝরা শিউলীর মতো ম্রিয়মাণ। দিনগুলো তোমার কেমন কাটে খুব জানতে ইচ্ছে করছিল,

ঝড়ে পড়া জুঁইয়ের মতো বিবর্ণ মুখখানা দেখে জানার আকণ্ঠ স্পৃহা সুপ্ত থেকে গেলো হৃদয়ের মোহনায়।

তোমার খুব কাছে দাঁড়িয়ে ছিলাম। ইচ্ছে করে চেয়ে নিয়েছিলাম সেদিন তোমার হাতের কমলার আধখানা, শুধু বুঝতে তুমি কতটুকু আছো আগের মতো। প্রচণ্ড সাধ জেগেছিল মনে বুকের ভেতর স্তূপকৃত কথাগুলো বলে যাই তোমাকে কবিতার পংতির ন্যায় ক্রমাগত। দীর্ঘদিন পর তোমার আমার দেখা হলো। আমার হঠাৎ উপস্থিতি তোমার মনে কতোটা রেখাপাত করেছিল জানিনা, তবে তোমাকে দেখে আমি ছিলাম গোধূলি বেলার লাল রশ্মির মতো আনন্দে আত্মহারা, ভুলে গিয়েছিলাম সমাজ, সংসার,ধর্ম মুহূর্তের জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন