বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

স্বপ্ন ও শেষ অধ্যায় - তৈমুর মল্লিক

স্বপ্ন ও শেষ অধ্যায় -

                      ১ খণ্ড

আচমকা লাফ দিয়ে ঘুম থেকে জেগে উঠল রিনি। চারদিক অন্ধকার , তাহলে কি সকাল হয়নি ? 
চোখ কচলিয়ে বার বার দেখার চেষ্টা করলো চারিদিকে। না- যা দেখছে সেতো সত্যি। চারিদিকে ঘোর অন্ধকার। এরকমতো আর কখনও হয়নি । এই ভাবে সকাল হবার আগেই জেগেও ওঠেনি কোন দিন । তাহলে আজ কেন এমন হলো ? 
একটা চিন্তার সহজ ভাঁজ কপালে ভেসে ওঠে । কিছুটা ঘাবড়েও যায় সে । 
চেষ্টা করলো মনে করতে, গতরাতে কি ঘোটেছিল—
স্পষ্ট মনে পড়ছে রিনির,রাত তখন আনুমানিক ১১ টা- 
সে পড়ার টেবিলে বসে পড়াশুনা করছিল, একটা সময় ক্লান্ত বোধ হয়। বইটা হাতে নিয়ে আস্তে করে চলে আসে নিজের বিছানায়। 
এরপর আর কিছু মনে নেই। বুঝতে পারে ঘুমিয়ে পড়েছিল সে। সত্যি কি এখনও সকাল হয়নি?
একটু ভয়ে ভয়ে দেয়ালে ঝুলন্ত ঘড়িটার দিকে তাকায়। ও মাই গড--- 
সকাল সাতটা বাজে? 
ঝটপট করে বিছানা ত্যাগ করতে গিয়েও থমকে যায় আবার---কিন্তু একি ? চারিদিকে এত অন্ধকার কেন? 
প্রচন্ড ভয়ে থরথর করে কাঁপতে থাকে রিনি, অন্ধকারের মাঝেও ঘড়ীর সময় ঠিক দেখতে পেয়েছে সে, কিন্তু কিভাবে ? কিছুই বুঝে উঠতে পারে না । অবশেষে সিদ্ধান্ত নেয় জানালার কাছে যাবার।
আস্তে আস্তে জানালার দিকে এগিয়ে গেলে জানালার পাল্লা বন্ধ দেখতে পায় । হ্যা তাইতো , মনে করার চেষ্টা করে গত কালের কথা । বেশ ভালো ভাবেই মনে পড়ে – সে গতকাল ঘুমাবার আগে জানালা বন্ধ করেনি । তাহলে জানালা বন্ধ কেন ? বুকের মধ্যে চিন চিন করে ওঠে অজানা শঙ্কায় । 
অনেকটা সাহস সঞ্চার করে ভয়ে ভয়ে জানালা খোলে রিনি।
বাইরে চকচকে উজ্জ্বল রোদ। ঝলমল করছে চারিদিকে। তাহলে ঘরে কেন এত অন্ধকার? 
একবার বাহিরে দিকের তাকায় আবার ঘরের মধ্যে তাকায় সে। কোন কিছুই তার মাথায় আসছে না। অজানা একটা ভয় নিয়ে ফিরে আসে বিছানায় ।
সাগর, কোথায় চলেছিস এভাবে হন-হনিয়ে? 
রুমির ডাক উপেক্ষা করে কোন উত্তর না দিয়ে চলে যায় সাগর। 
রুমি কিছুটা হতবাগ হয়ে সাগরের চলে যাবার পথে তাকিয়ে থাকে।
কিছুটা অবাক হয়ে রুমি ভাবতে থাকে কি হয়েছে সাগরের? 
গত রাত পর্যন্ত ভালই ছিল সে। আজ আবার এমন কি হলো । ভাবনার গভীরে তলিয়ে গেছে রুমি । কোন কিছুই বুঝতে পারে না সে। 
আচমকা ভাবনা ছিন্ন হয় , কেউ যেন ডাকছে তাকে । পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় বিথি দাঁড়িয়ে আছে ।
কিরে রুমি দাড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? 
বিথি তুই এখানে? 
আমি এই পথেই যাচ্ছিলাম , তোকে একা এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলাম । কি হয়েছে তোর? 
না-রে তেমন কিছু নয় । 
কিছুতো একটা বটেই। কি হয়েছেরে, বল আমাকে। 
না বিথি আসলেই কিছুনা। কোথায় যাচ্ছিস ক্লাসে তো?
হাঁ
চল তাহলে...
চলবে......

1 টি মন্তব্য: