বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

নহর ও বৃষ্টির সম্পর্ক - নকিব মুকশি

নহর ও বৃষ্টির সম্পর্ক

এই ত্রিভুজ জুড়ে এমন গলগল অর্গাজম, উষ্ণ প্রপাত...  

যেন নীলপরির স্রাব কিংবা চুষ্যখুনি প্রেমিকার চটুল মায়াজল, 

অথবা কুটিল রাজনীতির বলি টনেটন শাদা রক্ত

মনুষ্যজল, গুমগন্ধ...

দেখো, এইসব নহর ভিজে একাকার সবুজ পরীর নিতম্ব, ঊরু, 

দেহের সমস্ত অবয়ব , চারুমুখ, টেরাকোটা নাভী

প্রবল তৃষ্ণিত আমার ঠোঁট 

দেখো, অনিন্দ্র মেঘের বিভূষণ দেহ...

শাদাভাতদাঁত, শীৎকারী রাত, উন্নত চান্নিবুক...

আরও ফোঁটা ফোঁটা শাদা লম্পট লিকারের লাস্য দেখি বখাটে চোখে

তবু অনন্ত হুমায়ূন-মুগ্ধতায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন