শনিবার, ১২ আগস্ট, ২০১৭

স্বপ্নভঙ্গ - আহমেদ শরীফ শুভ

স্বপ্নভঙ্গ


পাখিরা স্বপ্ন দেখে একদিন ফিরে পাবে পুরোনো আকাশ

মানুষ স্বপ্ন দেখে আকাশের সবটুকু চাই

সেখানেই গড়ে নেবে আগামী বসত

চাঁদে আর মঙ্গলে অবকাশ হোলি খেলা সবই হবে

যাদুঘরে মমি হয়ে আগামীর পাঠ তবে বিহগের শব

পাখি তবু ভেবে যায় মানুষেরই সব দায়

ফিরিয়ে দেবে তার অরণ্য, গগনবিলাস

পাখিদের জানা নেই মানুষ স্বপ্ন দেখে নিজের জন্যেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন