বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

সম্পাদকীয়ঃ আগষ্ট সংখ্যা।২০১৭ইং।





সম্পাদকীয়ঃ আগষ্ট সংখ্যা।২০১৭ইং।

প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন এবং আকাশ সংস্কৃতিতে ব্যাপক বিবর্তন দেখে পুলকিত না হয়ে পারা যায়না।মানুষ যেমনে সামনের দিকে ছুটছে তাতে আকাশ সংস্কৃতি সত্যি সত্যি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।জগতজুড়ে যা ঘটছে তা তাৎক্ষনিক তথ্য সরবরাহ করতে এই অনলাইন পদ্ধতিই পেরেছে মানুষের একেবারে হাতের নাগালে পৌঁছাতে।প্রিন্ট মিডিয়া পাড়ায় যখন রাত বারোটা এতক্ষনে অনলাইনগুলো অনেক কিছুই প্রচার করে ফেলেছে। মানুষকে জানান দিয়ে ফেলেছে। তবে এর ঝুঁকিও আছে যা প্রিন্টের ক্ষেত্রে জিরো।যে কোন সময় অনলাইন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে,বা চুরি হওয়ার ভয় থেকে যায়।যা প্রিন্ট সংস্করনে মোটেও নেই।আবার টেকসই চিন্তা থেকেও প্রিন্ট সংস্করন নির্ঝঞ্জাট। অনলাইনে তা নেই।হারিয়ে যাবার ভয় থাকে। যদিচ ফিরে পাওয়ার উপায় আছে তবু হাওয়ায় ভাসা তথ্য বলে কথা। এভাবে অনেক সফ্টওয়্যার,ওয়েবসাইট, ব্লগ হারিয়ে যাবার দৃষ্টান্ত আছে। এক্ষেত্রে ছাপা কাগজ অটল।তবে পুঁজি বিনিয়োগ, মার্কেট প্লেস তৈরী,সব মিলে প্রিন্ট সংস্করন অনেকটা কষ্টসাধ্য ব্যাপার।

"কুয়াশা ওয়েবজিন,, প্রিন্ট সংস্করন না হলেও এর গুরুত্ব কম নয়। বরাবর সব কটি সংখ্যা প্রশংসার দ্বারে পৌঁছোছে।সকলের প্রশংসায় ভূষিত।নবীণ - প্রবীণের সম্মেলন ঘটানোয় কুয়াশা,র প্রধান উদ্দেশ্য।এখানে যারা লিখিয়ে,
যারা নিয়মিত লেখা দিয়ে সহযোগীতা করছেন তাদের মননেও সরল দাগ কেটেছে।
সকলের প্রতি শ্রোদ্ধা রইলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন