রবিবার, ১০ জুন, ২০১৮

স্যরি ।। দ্বীপ সরকার






স্যরি



একটা মেয়ে ঘাটে এসে নৌকা ডাকলো। নৌকাটা এসে দাঁড়ালো। কিন্ত মেয়ে অন্য মনস্ক হয়ে আরেকটা নৌকাকে ডেকেছিলো আগেই। সেটিও আসলো। ১ম এবং ২য় নৌকার দুই মাঝি অবাক হলেন। মেয়েটি বাধ্য হয়ে দুই নৌকাতে দুই পা দিয়ে বলল 'তোমরা চালাও'। ১ম মাঝিটিই এই মেয়েটিকে বহুদিন পারাপার করেছেন। কিন্ত মেয়েটি মাঝে মধ্যে চেঞ্জ করে।

নৌকা দুটি ছাড়লেন। মেয়েটি ভারসাম্য রক্ষা করতে পারছেনা। এদিক ওদিক হেলে দুলে পড়ছে।কিছু দূর না যেতে ১ম নৌকা এবং ২য় নৌকা আগ পাছ হতেই মেয়েটি মাঝখানে পড়ে গেলো। মেয়ে পানিতে হাবু ডুবু খেতে লাগলো। দুই নৌকার মাঝি চেয়ে দেখছেন। কে তাকে উঠোবে। ১ম নৌকিার মাঝি অভিজ্ঞ,  পুরাতন এবং সাহসীও বটে। তাই তিনি নৌকার বৈঠা ছেড়ে মেয়েটির হাত ধরে নৌকার ওপড়ে তুলে নিলো। মেয়ে বেঁচে গেলো। ছেলেটি শার্ট এবং গামছা খুলে মেয়েটিকে দিলো। মেয়েটি না নিয়ে কেঁদে কেঁদে বলল, I am sorry. আমার সিদ্ধান্ত ভুল ছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন