গুচ্ছ কবিতা
জাকারিয়া প্রীণন
জাকারিয়া প্রীণন
পাখি উপখ্যান
কোপালে টিপ পর হাতে পর বালা
পাখিরা যেমন পরে নিয়তির মালা
মালা হতে ঘ্রাণ ঝরে
নিভে যায় আলো
মালা হতে ফুল পড়ে
শাদা আর কালো
পাখি এসে উঁকি মারে স্বপ্নের ভিতর
শিকার না জানা আমি শোকে হই কাতর
ডিলেমা
একটি নষ্ট নামের যতিচিহ্ন
বুকে ধরে রাখি—
ডানাগুলো আকড়ে ধরে;
যেমন মরতে যাওয়া পাখি
অপেক্ষা
পাতারা বুঝে গেছে—গাছের চালাকি
তোমাকে পেতে আর—কতটা বাকি?
শয়ন ভেঙে যাবে— দ্যাখ ফুল চারদিকে
আয়নারা হাসে নাকো— কালো মুখ দেখে
মেঘের ডানা গুলো— পাখির সমান
জলের করবী তুমি— আমি ভাসমান
পাখি স্বরলিপি
জারুল ডালে হলুদ পাখি
বৃষ্টি সিঁদুর পরে
এখন হাওয়া সাপের নোলক
কম বাতাসে নড়ে
দহনকালের লোহার বালিশ
ঘুমোয় চন্দ্রযানে
পদ্মাবতীর মলিন সুুরে
ঝরা পাতার মানে
এখন হাওয়া তৃষ্ণা চোখের
টোপর পরা গান
ঝিনুকগুলো দূরের হাওয়ায়
লেবুপাতার বান
ড. আলী রেজার চমৎকার প্রবন্ধ পড়ুনঃ এখানে ক্লিক করুন
পাখি প্রবাহ
যে পাখি উড়ে গেল ফিরল না বাড়ি
তার সাথে তুমি নাকি করেছ আড়ি
ফুলে ফুলে ভিজে গেছে
বকুলের ছায়া
কার দেয়া বিষে ও বিবসে
বেড়ে যায় মায়া?
সব পাখি বনে নয় কিছু রয় মনে
যাকে তুমি পোষে রাখ বিরহ গোপনে
| |||||||||||||||
| |||||||||||||||
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks