শারদুল সজল এর ১১ কবিতা
বিপ্লব
তোমার ঘাড়ের বাঁকে খুঁজে পাই
একটা যুদ্ধকালীন গোপন বার্তা—
চুমু রাখি সেখানে, আর আমার স্নায়ুতে
জেগে উঠে এক সশস্ত্র বিদ্রোহ…
মাধ্যাকষর্ণ ভেদ করে
তছনছ করি … একাকার করি
গ্রহ নক্ষত্র
হঠাৎ আমার যুদ্ধজয়ের তেজের ভেতর
তুমি শান্তি চুক্তির ফুল নিয়ে আসো
কিন্তু আমি তো চেঙ্গিস খান , তখন ফুল নয়
নত মস্তকে না নুইলে ক্ষমা করি না …
রূপান্তর
তোমার স্পর্শ— একটানা বিকিরণ,
প্রতিদিন একটু একটু করে আক্রান্ত হই
জ্বর বাড়ে , কোষে কোষে তৈরি হয় নৌকা ভ্রমণ
যেন ডিএনএ বদলে যাওয়া
আমি এক
রূপান্তরিত আগুন
থামাও আমাকে
নয়তো ভূস্মিভূত হবে
গবেষণাগার
সেদিন এসেছিলে সাদা ল্যাবকোট পরে
আমার শরীর বানালে গবেষণাগার
প্রথমে হার্টবিট মাপলে আঙুল স্পর্শে
চুমু রাখলে আমার ঠোঁটে
তারপর গজগজ করে হাসতে হাসতে লিখলে
আমার জ্বরের তাপমাত্রা শরীরকে ছাড়িয়ে গেছে
পরিপূর্ণ যুদ্ধ ছাড়া এ জ্বর নামবে না
ঘামের ধর্ম
তোমার ঘামে আমি খুঁজেছি ঈশ্বর,
না— মন্দিরে নয়, মসজিদে নয়
তোমার ত্বকের গন্ধে আমি নামাজ পড়ি
প্রেম যদি ধর্ম হয়,
তবে আমি ঈমানদার হয়েছি তোমার উরুর ছায়ায়…
তুমি এক চুমুর বিপ্লব
তোমার ঠোঁট ছুঁয়ে দেখেছি—
একটা পূর্ণাঙ্গ বিপ্লব কীভাবে শুরু হয়
নিঃশব্দে
তুমি স্লোগান না দিয়েই
আমার শরীরের মানচিত্র বদলে দিলে
চুমুর মাধ্যমে
স্বাধীনতা
তোমার নাভিতে রাখা ছিল
এক ফোঁটা জোছনা— আমি চুরি করে খেয়েছি
সেই রাতেই আমার মন ঘোষণা করেছে স্বাধীনতা
যেন এটি একটি সফল রাসায়নিক ক্রিয়া
বিদ্যুৎ তৈরি করো তুমি
তুমি তাকালেই
আমার মেরুদণ্ড দিয়ে বিদ্যুৎ ছুটে যায়
ইলেকট্রন ছুঁয়ে ফেলে—
তোমার ওমে বন্দি হয়ে থাকা আমার
সমস্ত আলিঙ্গন
নকিব মুকশি'র কবিতা পড়ুন এখানে
ভাবুক মাস্টারের পাথর পড়ুন এখানে
কবিতার বরপুত্র আসাদ চৌধুরি এখানে পড়ুন
english article here
poem by timur khan here
বাস্তুহারা তারার ইশতেহার পড়ুন এখানে
সুশান্ত হালদারের কবিতা পড়ুন এখানে
প্রেমতোমার নিঃশ্বাস ছুঁয়ে আমি বুঝি—
এই প্রেম কোনো নিউটন মানে না
আমার কামনা অজৈবিক ঘোর
তোমার চোখের ভিতর
ধর্ম ও বিজ্ঞানকে একসাথে নাকচ করে
শরীর ও রাষ্ট্র
তোমার শরীর রাষ্ট্র নয়
তবু আমি নাগরিকত্ব চাই প্রতিদিন
ভিসা ছাড়াই প্রবেশ করেছে আমার মন—
কারণ এটাই একমাত্র দেশ
যেখানে চুমু হলো জাতীয় সংগীত
চুমুর মহাকর্ষ
তোমার ঠোঁটে একটা তত্ত্ব বসে থাকে,
যা কেবল ছোঁয়ার পর ব্যাখ্যাযোগ্য
তুমি মহাকর্ষের মতো অদৃশ্য— একার, অথচ পৃথিবীর ঘূর্ণনের কারণ
আমি তোমার দিকে এগোলে,
আমার সমস্ত বিজ্ঞান ভেঙে পড়ে— শুধু চুমু বেঁচে থাকে
দরবেশ
তোমার গায়ের ওমে গলে যাই আমি,
পবিত্র হই নিঃশব্দে
যেন ধ্যানমগ্ন আমি এক দরবেশ

ছোটো ছোটো পরিসরে বেশ ভালো প্রকাশ
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Thanks