গুচ্ছকবিতা।। নজর উল ইসলাম
আবহমান ভাসে
নম্র ঘাসের স্নেহজলে যারা প্রেম পোষে
অসামান্য আগুনে আরও নিবিড় সহিষ্ণুতার
বিনির্মাণ নিজেকে ভাঙি আর ভাঙি, মনে বাঁধি স্বপ্নের খুশি
পেখমের নরম স্পর্শে অকৃপণ শিল্পবোধ রাঙে
দীর্ঘশ্বাসে সান্ত্বনা যেমন আরোগ্য নিপুণ স্পর্শে
নিখাদ আরক্তিম গভীর মনোরম ছুটির ঝরণার মত
কবিরা প্রণয়বিহারি সুষমা জলের মুখরতায়
খুঁজে পাই রূপকের অলেখা আপামর আলো
সত্য চোখ যদি স্বীকার্য হয় দক্ষতার ফুট ওঠে গা'য়
ধ্রুপদী হয় সুদক্ষ স্বাক্ষরতার অক্ষরে সাজানো রেখাঙ্কন
সৃষ্টির রূপারূপ আবহমান ভাসে পথানুসারী পথে...
স্মৃতির ফসিল গোপনে কাঁদে
স্মৃতির ফসিল গোপনে কাঁদে নিষ্ফলা এক দহনে
অবিরত তার নির্বিকার চোখ বন্য অরণ্যে
বেড়ানো গভীর কোন বৈষম্য-সুখ পোষে নিদারুণ
আকণ্ঠ পরবাসী করে বিশ্বাসঘাতক জোনাকির দৃশ্যকল্প
গুমোট মেঘের বেদনা গড়ে সঞ্চারি সে উপমায়
খুঁজে পাইনা অনন্তের উৎস দু'চোখ শুধু ঝলসায়
তীব্র দগ্ধে অভিমুখে মন্থর ঘুম আসে না চোখে
অনাবিল আলো উচ্ছ্বাসে মুখর সৃষ্টিসুখের খবর দীর্ঘশ্বাসে ধ্বনিত হৃদয় মানুষ বড়ই অদ্ভুত
সমন্বয় ও সান্নিধ্যে আজও অধরা জিজ্ঞাসা আত্মকথনে গড়িয়ে যায় আধমরা প্রাণ আত্মস্বর রোদ্দুর ঘেরা উচ্ছ্বল হাসি বিভোর যেন পূর্বাভাস
পাখি হতে আর কিছুই লাগে না শিহরণে প্রেমরাত
বিবর্ণ ভাসিত নির্মমতায় সকল আদর ঘন কুয়াশায়...
মোহাম্মদ জসিমের ভিন্ন রঙের কবিতা পড়ুন এখানে
জিল্লুর রহমান শুভ্র'র ভিন্ন স্বাদের কবিতা পড়ুন এখানে
ওপার বাংলার বিখ্যাত কবি রবীন বসুর কবিতা পড়ুন ক্লিক
ওপারের কবি তৈমুর খানের কবিতা পড়ুন এখানে
মানুষ আজ
আলো আছে, চাঁদ আছে, এমন-ই সকল গ্রহরাজি
অথচ পৃথিবী চোখ বোজা নিভৃতে কাঁদে
আর এক পৃথিবী
দু'দিনের এই জীবন তাও কত রম্যতা পোষা
লোভে বাঙ্ময় হয়ে ওঠে কিছু তারা
জ্বলে শুধু নিষ্পাপ তৃষ্ণার্ত ছায়া
মর্ম বুঝিনি, প্রতিরোধ, প্রতীক্ষা আকাঙ্খার —
চেয়ে থাকে দিনরাত ভাতফুল দেখা আড়চোখ
নিহিত সত্যের জীবন-পাত
কোথায় এসেছি আজ সব গান ভাঙনের দিকে
প্রাণবায়ু কেড়ে নেওয়া আজব উড়ন্ত নাচ
খাবি খাচ্ছে মানুষ আজ...
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks