আরণ্যক শামছ এর দীর্ঘ কবিতা
বাংলাদেশ
আজ নতুন একটি কবিতা লিখব।
পাখিদের টকশোতে দাবি উঠেছে
একটি কবিতা লিখতে হবে।
মাত্র একটি শব্দের একটি কবিতা।
যেখানে ফুল থাকবে, পাখি থাকবে,
প্রজাপতি থাকবে, গ্রাফিতি থাকবে,
ঘাসফুল-ঘাসফড়িং থাকবে, নদী থাকবে,
খোলা মাঠ-বিস্তীর্ণ প্রান্তর থাকবে।
অনেক দিন হয় নিজের কোনো কবিতা লিখি না।
আজ মাত্র একটি শব্দের একটি কবিতা লিখব।
আর সেখানে মা থাকবে, মায়ের বকুনি থাকবে,
বাবার শাসন থাকবে, দিদির খুনসুটি থাকবে।
শৈশবের হৈচৈ, স্বপ্নের আজন্ম ভাঙচুর,
গোল্লাছুট, কানামাছি, শিশিরভেজা সকাল,
দুরন্ত দুপুর, অলস বিকেল, জোনাকজ্বলা সন্ধ্যা,
মায়ের ঘুমপাড়ানি গান, সবই থাকবে।
মাত্র একটি শব্দের একটি কবিতা লিখতে চাই,
যেখানে রাতভর ব্যাপক বৃষ্টি থাকবে,
তারাপদ রায়, জসীমউদ্দীন,
বন্দে আলী মিয়া থাকবে।
চায়ের কাপে ঝড় থাকবে,
মোহরদির গান থাকবে
আর গোলাম আলীর গজল থাকবে।
দূর থেকে ভেসে আসবে মাগরিবের আজান,
মন্দিরের ঘন্টা, বাঁশির সুর।
আমার কবিতায় থাকবে গাঁয়ের উঠোন,
পুঁথির আসর, আর হুক্কাহুয়ারত শেয়ালদের
রাতের ছলাকলার বিবিধ ইতিহাস।
সুশান্ত হালদারের কবিতা পড়ুন এখানে
মায়াপথিক এখানে
নয়ন আহমেদ এর কবিতা এখানে
article of law and literature : click here
লতিফ জোয়ার্দারের কবিতা পড়ুন এখানে
nobel prizev:2025 on litterature here
ইসলাম তৌহীদের কবিতা পড়ুন এখানে
মহসিন খোন্দকারের কবিতা পড়ুন এখানে
গল্প বরফের ছুরি পড়ুন এখানে
প্রবন্ধ,উত্তরাধুনিক কাব্যধারার যাত্রাঃ মতিন বৈরাগী-এখানে
প্রবন্ধঃ রাজনীতি ও সাহিত্য পারস্পরিক সম্পর্ক পড়ুন এখানে
আমার ৩২ দাঁতের কসম আমি এরকম
একটি কবিতা লিখতে চাই যেখানে মাত্র
একটি শব্দ থাকবে। এই কবিতায় তুমি থাকবে,
আমি থাকব, আমরা থাকব।
আমি পুরো একটি অক্ষত পরিবারের কবিতা লিখব।
আমি একটি অন্তর্বর্তীকালীন কবিতা লিখব,
একটি অন্তর্ভুক্তিমূলক কবিতা লিখব।
লিখব কিছু অনাহূত আর্তনাদের আত্মাহুতির ইতিহাস।
কবিতায় যার নাম দিয়েছি
অখণ্ড 'বাংলাদেশ'।

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks