শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

সম্পাদকীঃ কুয়াশা ওয়েবজিন। সেপ্টেম্বর সংখ্যা। ২০১৭ইং।


সম্পাদকীঃ কুয়াশা ওয়েবজিন। সেপ্টেম্বর সংখ্যা। ২০১৭ইং।

খুব সঙ্কটপূর্ন  সময়ে আমার প্রাণের দেশ বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যু এখন সবচে' আলোচিত এবং গুরুত্বের।এই সময়ে সকলের ভেতরেই একটা উদ্বিগ্নতা কাজ করছে।সকলের চোখ মুখ চিন্তা সেদিকে। এর মধ্যে সাহিত্য নিয়ে কাজ করা অনেকটাই কষ্টকর।অনেকের নিকট থেকে লেখা চেয়েও পাইনী। আবার অনেকের লেখা নির্বাচন হয়নি বলে প্রকাশ করিনি।এটা নিয়ে অনেকেই ভুল বুঝতে পারেন।তবে লেখার বিকল্প নাই। লিখতে থাকেন, পাশে থাকেন, হতাশ হবার কোন কারন নেই।


আমরা ভালো নেই। ইতিমধ্যে বন্যা এদেশকে ডুবিয়েছে। অনেক জান মালের ক্ষতি হয়েছে। তার মধ্যেই যারা সাহিত্যকে ভুলে যাননি তারাই এক সময় সম্ভাবনাময় লেখক। ভালোবাসা থেকেই এ জগত আবিষ্কৃত।কোন লাভ নেই,উপকার নেই,তবুও আমরা ছুটে চলেছি সামাজিক দায়বদ্ধতা কাঁধে নিয়ে। মানুষ এই জগতটাকে তাই ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবেন। সমাজে, গ্রামে একজন কবি,সাহিত্যিক তৈরী হওয়া মোটেও সহজ কথা নয়। তাই তাঁরা শ্রদ্ধার পাত্র। এটা যুগে যুগে ছিলো এবং মহাযুগের দাবি থেকেই হচ্ছে এবং হবে।

আপনাদিগকে অবশেষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন