বিনয় মজুমদার উৎসর্গিত কবিতা।। পিয়াস মজিদ।। binoy majumdar dedicated poems

 


বিনয় মজুমদার উৎসর্গিত কবিতা
পিয়াস মজিদ



বিনয় মজুমদার:১

হায় ঈশ্বরী, হায় গায়ত্রী,
অনুনয় ও সমর্পণের ভঙ্গিকে
ভস্ম করে দিয়ে
বিনয় মজুমদার ছাই হয়ে যাচ্ছে।
সুনীল মাছের ওমে
কে শুষে নেবে
তোমার গায়ের শীত?
ফুল ও চকোলেটের ঘ্রাণে ভুলে যেও
আকাশের অলীক আশ্বাস।

মাঠে এত ভুট্টা ফলেছে
তবু কারও শব্দেরা যাবে না আর
লোডশেডিং কিংবা নক্ষত্রের দেশে।

বিনয় মজুমদার:২

শিমুলপুর
বিনোদিনী কুঠি
কার্তিকের মিহি কুয়াশায়
গায়ত্রীর ন্যায় চাঁদ।

পৃথিবীতে
অঘ্রানের এমন অভূত ইন্দ্রজাল
ছড়িয়ে যান
উন্মাদ বিনয় মজুমদার।

বিনয় মজুমদার:৩

শীতকাল এসে যাচ্ছে
তাকে আগাম সঙ্গ দিচ্ছে
বিনয় মজুমদারের
 চিতা ফুঁড়ে জাগ্রত
একরাশ
অঘ্রানের অনুভূতি।




বিনয় মজুমদার:৪

জন্মান্ধ আগুনের আরতিতে যোগ দিয়েছে
এমনকি দূর আকাশের অনাত্মীয় তারা।
এর মধ্যে মাটি খুঁড়ে কে বের করবে
প্রকৃত সারস আর তার পলায়নের গল্প,
প্রেম ও বিচ্ছেদের কারুকাজ!
সকল বকুলফুল শীতকালে ফোটে
একটি বকুলফুল তবু শীতকালে ঝরে।

বিনয় মজুমদার:৫

চলে গেলে চাকা আর
ফিরে আসে না।
একবার ভুলে গেলে
গায়ত্রীও
কাউকে মনে রাখে না
তাই দাউ দাউ পোড়ে
এক কবিতার জলার্ত চিতা।
শব্দের ছাইয়ে ওড়ে
আশ্চর্য ফুল, সুনীল মাছ
আর সুমিষ্ট চকোলেট।
ঘুমিয়ে পড়ে ক্লান্ত শিমুলপুর
নক্ষত্রের আলোয়
বিহ্বল বকুলের শোক।

বিনয় মজুমদার:৬

গায়ত্রী পাঠিয়েছে
গাঢ় বিস্মরণের বার্তা,
তবু জ্যোৎস্না ও সঙ্গমের
অপেক্ষায় শেষ হয় রাত।
গাণিতিক আলোর তলায়
চাপা পড়ে
আমাদের রথ আর জয়।
গোলাপের গহ্বরে বসে
এখন কে নেবে
মেঘেদের অবয়ব-চূর্ণের দায়?
যখন শিমুলপুরের দিকে ছুটেছে
সন্ধ্যার সকল শোকার্ত সাম্পান।

বিনয় মজুমদার: ৭

বার্মা থেকে
এতদূর বিনোদিনী কুঠি,
এখন ঠাকুরনগরে মাথা রেখে
তুমি ঘুমোও শিমুলপুরে।
অবসাদ ও ভালোবাসার গল্প
বলতে বলতে কখন মুছে গেল
মৃত্যু ও প্রেমের মধ্যবর্তী রেখা।
কাছে কোথাও দেবদারু কাঠের গন্ধে
অন্ধ বেহালাবাদক পাতাল হয়ে গেছে।
তারা দেখবে না 
শীতকাল, বকুল ফোটা
কিংবা অসময়ে বেদনা ঝরা।
খুনি হাওয়ার কবল থেকে
এখন কে উদ্ধার করবে
বাদামফলের মরমি প্রাণ?

ইমদাদুল হক মিলনের নুরজাহান উপন্যাস নিয়ে প্রবন্ধঃ পড়ুন
চানক্য বাড়ৈ এর কবিতা পড়ুন এই লিংক এ


বিনয় মজুমদার: ৮

বিনয় মজুমদারের কবিতা পড়ি বা না পড়ি
এখনও আমরা বিনয়ের কবিতায় ঢুকে
খাওয়াদাওয়া করি;
কেউ ভুট্টা ভাজা খাই 
কেউ চকোলেট খাই
মনের মাটিতে ফুলের রস পাই
খাওয়াদাওয়া শেষ হলে বিনয়রে ছেড়ে চলেও যাই।
বিনয় মজুমদারও
নিজের কবিতার একটু হাওয়াবদল করতে
হারিকেনের টিমটিমে আলোয়
বাংলা কবিতার এত এত শান্ত আলোর অত্যাচার ছেড়ে
জন্মস্থান বার্মার থ্রিলিং গোলাগুলির ভেতরে ঢুকে যান!


with thanks & regards____

image

দ্বীপ সরকার

editor of kuasha

+88001719751792

kuasha.mag@gamil.com

https://mkuasha.blogspot.com/

facebook

twitter

linkedin


Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন