বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

অভিমান ।। সুমন আহমেদ


















অভিমান



না পাওয়ার বেদনা বুকে নিয়ে- আমিও একদিন 
হয়ে যাবো ফেরারী; কোনো এক রজনীর অমাবস্যার 
ঘোর আঁধারে-হারিয়ে যাবো নির্জনতায়- নাম না জানা 
কোনো এক শহরে। দাঁড়াবো না আর কোনোদিন 
তোর সম্মুখে কোনো সম্পর্কে দাবি নিয়ে- করবোনা আর 
জ্বালাতন বেলা অবহেলায়। ভালো থাকিস তুই- 
ভালো থাকিস; নতুন কোনো এক গন্তব্যে। আমি নাহয় 
বেঁচে থাকবো ভাষাহীন কাকতাড়ুয়ার মতো-নৈর্ব্যক্তিক 
জীবন নিয়ে এই পৃথিবীর রঙমহলের মহনিয় প্রান্তে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন