বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

কে কোথায় ফেরে ।। মোঃ নুরুল গণি










কে কোথায় ফিরে

প্রথম দুপুরের উত্তাপ স্হিত হয় মধ্য দুপুর গড়িয়ে
তারপর নেমে পড়ে মহীসোপান ধীরলয়ে অপারাহ্ন !
এলোচুল গুছাতে গুছাতে বিকেল হেঁটে যায়
সন্ধ্যার মুগ্ধতায়রাঙামুখ তার ঢাকা পড়ে ঘোমটায় !
সৈকতে দীঘল ছায়া-অস্পষ্ট মুখ
অজানা দুঃখের শোক কালো পর্দায় রেখে ফিরে যায় ;
কে কোথায় ফেরে ?গন্তব্যের শেষ চিহ্ন মুছে ফেলে যখন কাল পারাবারেরঢেউ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন