রবিবার, ১০ জুন, ২০১৮

এবার ঈদে ।। স্বপন শর্মা




















এবার ঈদে


রোজার শেষে গাঁয়ে এসে পড়বে ঈদের নামাজ
খোকার ভীষণ ইচ্ছে এবার বলল কথা সে আজ
বলল সেটা দাদার ফোনে, আসছি ঈদের দিনে-
ঈদের সবই রাখবে তুমি কিনে।
নাতীর জন্য অনেক রকম চলছে আয়োজন
খোকার কথায় দাদা-দাদির উঠল ভরে মন
ছোট খোকা আসবে ঈদে, খুশির বন্যা বয়-
আসবে খোকা তাতেই দাদার জয়।
শহর হতে আসছে খোকা অনেক দিনের পরে
খোকার জন্য রাখছে দাদি অনেক কিছু ধরে
যেমন ধরেন আম লিচু আর পাকা কাঁঠাল গাছে
খোকার জন্য এসব ধরে আছে।
আসল খোকা নিজের গাঁয়ে ঈদের খুশির টানে
দাদা-দাদির ভালোবাসায় বুঝল গাঁয়ের মানে
তাই তো খোকা করল যে পণ যাবে না আর শহরে
থাকবে সদায় এমন প্রেমের বহরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন