রবিবার, ১০ জুন, ২০১৮

রোদ ।। শ্রদ্ধা চক্রবর্ত্তী

















রোদ 


পড়ন্ত বিকেলের গায়ে রোদের চাপচাপ দাগ

দূরে চিমনির পোঁড়া বারুদের গন্ধ...
দু চারটে বড় বড় গাছ 

কোথাও একটা আজান হচ্ছে 

শব্দ ঘুরে ফিরে আসছে কানে... 

খুব বেশী ঘাম হলে 
তখন জল ধরে রাখা যায় না...  

দুএকটা বেখেয়ালী মুক্তো ঝড়ে পড়ে
কাঠকরবীর বুকে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন