শিমন রহমান এর দশটি ছড়া।। rhymes by shimon rahman

শিমন রহমান।। ছড়াকার।। ছড়া


শিমন রহমান এর দশটি ছড়া

🔴
হয়নি কিছুই

লিখতে গিয়ে হয়নি লেখা
বলতে গিয়ে বলা,
শান্তি সঠিক সরল পথে
চলতে গিয়ে চলা।

পড়তে গিয়ে হয়নি পড়া
শিখতে গিয়ে শেখা,
জানতে গিয়ে হয়নি জানা 
দেখতে গিয়ে দেখা।

শুনতে গিয়ে হয়নি শোনা
চাইতে গিয়ে চাওয়া, 
হয়নি হয়নি, হয়নি কিছুই
হয়নি হাজার পাওয়া।

🔴
প্রিয় জিয়াউর

গরিব-দুঃখীর ক্ষুধার জ্বালা
করে দিলে দূর,
হৃদয় জুড়ে বেঁচে আছ
প্রিয় জিয়াউর।

শক্ত হাতে দেশটা গড়
শক্ত করো পাল,
সেই পালেতে বাতাস দিয়ে
আসে নতুন কাল।

তোমার জন্য দোয়া করে
আমার দেশের লোক,
তোমার মতো নতুন নেতায়
শুভ সকাল হোক।

🔴
চাপা

মিথ্যা বয়ান সত্য বানায়
সত্যটাকে ভুয়া,
দায় চাপানো মিথ্যাবাদী
করে হুক্কাহুয়া।

দেখে এলাম নগর গায়ে 
আহা চমৎকার, 
বেজায় বড় মোড়ল ব্যাটা
তুল্য হয় না তার।

চাপার জোরে সাগর খোরে
হাঙর করে চাষ,
সুঁইয়ের মাথায় হাতি নাচে
বাঘে চিবায় ঘাস।

🔴
চাঁদাবাজিই আয়

চাঁদাবাজি জায়েজ ওদের
চাঁদাবাজিই আয়,
চেলা থেকে উপরের তলা
সব সালাতেই খায়।

পেশির বলে গলাবাজি,
নেই তো কথায় জ্ঞান,
সত্য কথা বললে বলে—
মিথ্যা কথা ক্যান?

দেশটা ওদের বাপের কেনা,
আমরা প্রজার দল,
একটু কথায় মেরে-কেটে
করবে জীবন জল।

🔴
খুঁজে বেড়াই তারে

সেদিন ভোরে গায়ের মোড়ে
দেখলাম যেনো কারে?
হৃদয় মাঝে বাদ্য বাজে
খুঁজে বেড়াই তারে।

শাড়ী পড়া আগুন ঝড়া
একটুখানি কড়া,
সময় তালে প্রেমের জালে
পড়ে গেছি ধরা।

মায়ায় মাখা মুখটি আকা
মিষ্টি মুখের হাসি,
দেখা হলে দিবো বলে
তোমাই ভালোবাসি।

english poem's here read
দুরুত্বের অদেখা প্রাচীর পড়ুন এখানে
শারদুল সজল এর কবিতা পড়ুন এখানে
নকিব মুকশি'র কবিতা পড়ুন এখানে
ভাবুক মাস্টারের পাথর পড়ুন এখানে
কবিতার বরপুত্র আসাদ চৌধুরি এখানে পড়ুন
english article here
poem by timur khan here
বাস্তুহারা তারার ইশতেহার পড়ুন এখানে
সুশান্ত হালদারের কবিতা পড়ুন এখানে
মায়াপথিক এখানে
নয়ন আহমেদ এর কবিতা এখানে 
article of law and literature : click here
লতিফ জোয়ার্দারের কবিতা পড়ুন এখানে
nobel prizev:2025 on litterature here

🔴
সাজাই এসো 

ফুলের মতো মুখটি তোমার 
ডালিম রাঙা ঠোঁট, 
কাজল কালো চোখের মায়ায়
মনে দিলে চোট!

মায়া মাখা হাসি তোমার 
জোছনা রাতের চান,
বসে বসে কাব্য লিখি
লিখি ছড়া-গান।

প্রেম-সাগরে ভাসি এখন
দারুণ প্রেমের ঘোর, 
দু'জন মিলে সাজাই এসো
নতুন দিনের ভোর।

🔴
আসতেই হবে তোমায় জিয়া

আসতেই হবে তোমায় জিয়া 
আসতেই হবে আজ,
রেখে গেছে স্বপ্ন সাগর
ফেলে গেছো কাজ।

তোমার পানে চেয়ে আছে
মুজুর চাষার দল,
এসে আবার ফোটাও হাসি
মুছে চোখের জল।

শক্ত হাতে লাঙল চালাও
স্বপ্ন করো চাষ,
স্বাধীন দেশে গড়ে উঠুক 
সম্ভাবনার বাস।

🔴
কলেজ পথে 

পীচ ঢালার সেই কলেজ পথে
শীতের কুয়াশায়,
কোন সে মায়ায় দগ্ধ হয়ে 
জীবন কেটে যায়।

রোবট দেহে মৃত হৃদয় 
করছে কেনো বাস,
করতোয়ার বেইলি ব্রীজ 
সাক্ষী কড়ই গাছ।

দগ্ধ হয়েই জীবন কাটুক 
দুঃখ জ্বালা নাই,
শেষ জীবনে মনের কথা 
জানতে যেনো পাই!

🔴
আমার কেনো ইচ্ছে করে 

আমার কেনো ইচ্ছে করে 
তোমায় চেয়ে দেখি,
তোমার মায়ায় মুগ্ধ হয়ে
প্রেমের কাব্য লেখি।

আমার কেনো ইচ্ছে করে 
তোমায় ডুবে থাকি,
তোমার চোখের কাজল কালোয়
কাটাই জীবন বাকি।

আমার কেনো ইচ্ছে করে 
তোমায় নিয়ে ঘুরতে,
তোমার কোলে মাথা দিয়ে 
মিষ্টি প্রেমে পুঁড়তে।

🔴
শরৎ রাণীর রুপ

শরৎ রাণীর রূপটি আমার
হরণ করে মন,
তাই তো আমি হন্যে হয়ে 
ঘুরি কাশের বন।

উদাস হয়ে যাই যে আমি
কাল্ যমুনার চর,
খড় কুটো আর লতা পাতায়
বাঁধি সেথায় ঘর।

কাশ ফুলের সেই নরম ছোঁয়ায়
দেখি দুধেল চাঁদ, 
নরম তুলোর মেঘের ভেলায়
উড়াই অবসাদ।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন