রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

বিদঘুটে দেয়ালে কষ্টের চিত্রকর্ম- প্রতীক ওমর

বিদঘুটে দেয়ালে কষ্টের চিত্রকর্ম

একদিন তোরে ধমক দিয়ে বলে ছিলাম,
তুই কি আবারো বাঁকা চোখে তাকাবি?
কান ধরে মলা দিবো, এই ভেবে বলে ছিলি
না।

যমুনার দুই ধারে তখন সাদা কাশফুল
পুরোটা শরৎ জুড়ে থাকতো
বালি চরে মাঝে মাঝেই কাশফুলের নরম ছোঁয়ায়
শিহরণ লাগতো প্রাণে,
হারিয়ে যেতাম স্বপ্নের ভূবনে
তুই না তখন চিমটি কেটে দিতিস পিঠে
মনে পড়ে?

ধূলোয় ধূলোয় ধূলিময় হতো শরীর
তারপর স্রোতের সাথে গা ভাসিয়ে আধামরা নদীর
এপার থেকে ওপারে যেতাম
তপ্ত রোদ, তবুও শীতলতায় প্রাণ জুড়িয়ে যেতো।

একদিন ধূলো, কাশফুল, নদীর পানি সব কিছু ছেড়ে
ইট পাথরের শহরে চলে গেলি
আমিও গেলাম তোর উল্টো পথের আরেক শহরে।

কেটে গেল দীর্ঘ সতের বছর যোগাযোগহীন
তোর বাঁকা চোখে তাকানোর দৃশ্যটা এখন
রাত গভীর হলেই কেবল একাকি দেখি
কাশফুল, নদী আর বালুতে হারিয়ে যাই
তোরে ধমক দিতে গিয়ে নিজেই চমকে উঠি
জানালায় দেখি তখন কেবলি সোডিয়াম লাইট
বিদঘুটে দেয়ালে কষ্টের চিত্রকর্ম।

প্রতীক ওমর, সাতমাথা, বগুড়া
০১৭১৭৮৫২৬৮২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন