রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

স্বাক্ষী থাক কবিতা - রুপক চৌধুরী

স্বাক্ষী থাক কবিতা

এ কবিতা স্বাক্ষী হয়ে থাক,

ভূলোক আর গোলকে ক্ষণস্থায়ী

চলাচলের সন্ধিক্ষণে,

পৃথিবীর হিংস্র বুকে যে বসন্ত,

নিঃস্বার্থের একতারা বাজিয়ে

গায় নান্দনিকতার ভৈরবী,

তার অন্তরা বিমুগ্ধ চিত্তে আমিও

শুনেছি ।

তার শিমূল ফুলের প্রশস্ত পাপড়িতে,

বয়ে যাওয়া শিশিরের মন্দাকিনী,

কোন সাম্রাজ্যবাদের কলুষিত নিগড়ে

হয় না পরাহত,

যে গান শুনায় তার চির পোষা

কোকিল কালজয়ী কন্ঠে,

কোন কালোটাকার মোহন্ত করতে

পারে না,

সে সুরের পূঁজিবাদী খরিদ ।

শীতের জড়তা দগ্ধ বৃক্ষ শাখে,

যার আর্বিভাবে কিশলয় হাসে

প্রাঞ্জল চৈতন্যে,

পরমাণুবাদে আসক্ত উত্তপ্ত পৃথিবীতে

সদা,

গেয়ে যায় সজীবের নিঃস্বার্থ

বেহাগ,

সে সুরের ছন্দময় দীপালীতে আমিও

করেছি জ্যোৎস্না স্নান,

স্বর্গীয় কোমলতার ফুলেল স্নিগ্ধ পরশে,

এ কবিতা সাক্ষী হয়ে থাক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন