রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

যদি সত্য বলি - আক্তারুজ্জামান লেবু

যদি সত্য বলি

সদ্য আঠারো পেরলো যে বোন

তার নরম স্তন ঢেকে রেখেছে যে সাদা মেঘের থান

তার ওপারে আমার দৃষ্টির স্খলন- যদি সত্য বলি

যদি সত্য বলি- দু চোখে আমার উলঙ্গ উর্বশী

কম্পিত ঠোটের চাপ- উন্মুক্ত উরুর মৃদু তাপ

তারপরে রাত্রি শেষের কাহিনী ধরে নিতে পারো

যদি সত্য বলি- সদ্য স্নাত ভেজা নারী আমার

বিষণ্ণতা বিরোধক রাতের ক্যানভাস- শরীরী সুর

নিশ্চিত শূন্যতার থেকে অধিক মধুময় শিউলি ফুল

যদি সত্য বলি- আমার নিস্তব্ধতা ঘুমন্ত ব্রোথেল/

ক্লান্তিময় নিয়ন্ত্রিত নির্গমন - ছেঁকে তোলা সুবেহ সাদিক

অপরাহ্নের ফেলে আসা সূর্যদয়ের থেকেও হারানো সময়

জানি,  যদি সত্য বলি- এই তুমিই

আমার হাতে ধরিয়ে দেবে ফণা তোলা সাপ

কোন এক আগুনমুখা দুপুরের কোল থেকে

ঘুমন্ত বিকেল...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন