মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

সম্পাদকীয়। কুয়াশা ওয়েবজিন।জুন ১৭।


সম্পাদকীয়

এ দেশে ধীরে ধীরে ছন্দ মন্ডিত এবং সুচারুপাঠবিমুগ্ধ শিশুতোষ লেখার কদর হ্রাস পাচ্ছে। দৈনন্দিন কবি লেখক তৈরী হচ্ছে বটে তবে কিশোর ও যৌবনদীপ্ত কবিতা তারা প্রাধান্য দিচ্ছে। অথচ  শিশুদের নিয়ে তেমনটি লেখেননা।

কুয়াশা ওয়েবজিনের এ সংখ্যাটি এই দৃষ্টিভঙিতেই আয়োজিত। চেষ্টা করেছি শিশুদের নিয়ে ভালো লেখা স্থান দিতে। তবে কতোটা সাকসেস হতে পেরেছি সেটা আপনাদের বিচার।
সকল ছড়াকার ও গল্পকারকে আমার ভালবাসা।সাথে রমজান মাসের সূচীত পবিত্রতা বজায় থাক এই কামনা সবার তরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন