রবিবার, ৪ জুন, ২০১৭

ইংরেজী স্যার - তরু তালুকদার

 ইংরেজী স্যার 

ইংরাজী পড়ান স্যারে , 

ভুল করলেই মারে ।

খাচ্ছি আমি রোজ ,

কেউ নেয় না খোঁজ ।

কেঁদে কেঁদে পড়ি ,

পড়া শেষ করি ।

স্যার ইংরাজী ধরে ,

সব এক এক করে।

বানান অর্থ যত

বলি সঠিক মত।

স্যার খুশী হন ,

আদর করে কন -

ভেরি গুড বয় ,

এইতো করেছো জয়।

পড়তে কেন ভয় ?

মনোযোগ দিলেই হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন