রবিবার, ৪ জুন, ২০১৭

জননীর তরে - এ আর মাকবুল

জননীর তরে

মা যে হলো শ্রেষ্ঠ সম্পদ
এই পৃথিবীর বুকে,
আল্লাহর অলি হলো অনেক
মায়ের দেওয়া ফুঁকে।

রাত জেগে মা বসে থাকে
সন্তান কোথায়ও গেলে,
কত খুশি হয়যে মায়ে
দুমুঠো ভাত ফেলে।

মা হলো ভাই দোয়ার সাগর
জীবনেরি আলো,
মা যাদেরি বেঁচে আছে
কপাল তাদের ভালো।

ছেলেমেয়ের জন্য মায়ের
অশ্রু ঝরে পড়ে,
কোটি কোটি দোয়া রইল
শ্রেষ্ঠ মায়ের তরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন