রবিবার, ৪ জুন, ২০১৭

চাঁপা ফুলের স্বপ্ন - শ্রীলেখা চ্যাটার্জী

 চাঁপা ফুলের স্বপ্ন 

ছোট্ট আমি চম্পক ফুল ,

সাদায় হলুদ মাখি ,

ভোরের আলোয় স্বপ্ন ছুঁয়ে 

 আকাশে তাকিয়ে থাকি |  

ছোট্ট পাখি দোয়েল চড়াই 

আমার বন্ধু হয়ে 

গল্পে গানে ভরলো আমায় 

সকল দুঃখ সয়ে |

প্রজাপতিরা লুটবে আমার 

সকল রূপের ছটা ,

গুনগুনিয়ে আসবে ভ্রমর 

মউ লুটেরার ঘটা | 

বন্ধু যবে ছটফট করে 

শিকারীর বেঁধা তীরে ; 

কান্না ভেজা পাপড়ি আমার 

মূর্চ্ছিত হয় ধীরে | 

তাদের সাথে রাখী বন্ধন 

হয় যেন চিরকাল ;

অশ্রু দিয়ে পূজা সমাপন 

মন দিয়ে বুনি জাল ! 

গল্প কত,কত গান গাঁথা ,

সব শেষ হোল ঝড়ে ; 

কাঁদি যখন ঝরার ব্যথায়,

মাটিতে লুটিয়ে পড়ে ! 

ছোট্ট মেয়ে অঞ্চলে ভরে মায় তুলে ,

আদরে স্নেহে ছড়াবে আমায় 

দেবতার পদমূলে || 

  লেখাঃ ৩০/১০/২০১৬ ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন