মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

ছয়টি ছড়া - আবু সাঈদ


নিম খ্যাতি

জঙ্গী রে তোর পায়ের নীচে 
একটুখানি মাটি নাই,
র‍্যাব পুলিশ আর গোয়েন্দারা
সোনার মতো খাঁটি তাই।

ক্যামন করে জঙ্গী মরে
হইল নারে হুস তোদের,
করবে না তো ক্ষমা কেহ
তোদের মতো দুষ্টদের।

হয় ভালো হ, নয় জলে যা
কেউ পাবি না সিমপ্যাথি।
একুল ওকুল দু'কুল যাবে
পাবেই শুধু নিম খ্যাতি।

মোবাইলের অপব্যবহার

টিনেজারদের হাতে দেখি
দামী ব্রান্ডের মোবাইল,
আনলিমিটেড ডাটা কিনে
অপকর্মে সবাই ইল।

সুযোগ পেলেই ছেলে মেয়ে
তাল মিলিয়ে সমানে,
পর্ণো ছবি দ্যাখে নাকি
যাচ্ছে পাওয়া প্রমানে।

ভবিষ্যতে দেশ চালাতে
হবে যারা কর্ণধার,
কেমন হবে? তারা যদি
হয়ে যায় রে পর্ণো-কার?

ক্লিনিক

গরিব হাবুর ব্যামো ছিল
ক্লিনিকে সে গেলো,
তিনশো টাকা উপরি দিয়ে
সিরিয়াল টা পেলো।

ডাক্তার নিলো হাজার টাকা
টেস্টেতে ছয় হাজার,
দাঁড়িয়ে থেকে সারাটা দিন
বিষ হলো তার মাজার।

সবি গেলো টেস্ট ভিজিটে
পকেট এখন খালি,
টাকার কথা ভেবে সে যে
নিজেকে দেয় গালি।

ওষুধ কেনা তার হলো না
কষ্ট করে রোগে,
হাবু মিয়া রোগের সাথে
টাকার শোকেও ভোগে।

সময় থাকতে হও হুশিয়ার
নইলে হবে সর্বনাশ,
পেকে গেলে করবে ওরাই
বাবা মায়ের গর্ব নাশ

বিশেষজ্ঞ চিকিৎসায়

সব চে বেশি মেধাবীগণ
উনারাই হয় ডাক্তার,
দুর্নীতির জাল পাতলে তারা 
রাখে না রে ফাঁক তার।

উচ্চ ফি আর সাইড থেকে
পাচ্ছে তারা কমিশন,
বিক্রি করতে হয় রোগীদের
চিকিৎসাতে জমি শোন্ ।

রোগীর প্রতি নাই মনযোগ
হচ্ছে রে ভুল চিকিৎসা,
রোগীই জানে ডাক্তারগণের
কতরকম কী কিচ্ছা!

বিশেষজ্ঞ চিকিৎসাতেও
বিরাজে নৈরাজ্য,
সাধারণের জন্য খরচ
সত্যি কি তা বাহ্য?

রাখছি নয়ন অনিমেষ

সরকারি সব কর্মচারী
আমরা তো নই ব্রহ্মচারী
সুযোগ পেলেই করি লুট
সরকারী মাল হরিলুট।

ব্যাংক বীমা আর অফিসে
একে অপরের কপি সে
থাকলে পাশে দলের দাদা
লুটে খেতে নেই কো বাধা,
তাই তো খেয়ে দিচ্ছি ছুট
সরকারী মাল হরিলুট।

পুকুর চুরির দিন তো শেষ
কী অনুকুল পরিবেশ!
সাগর চুরির দিকেই এখন
রাখছি নয়ন অনিমেষ।

ভয় আমাদের একটাই
হঠাৎ যদি হিসাব দিতে 
দুদুকেতে ঠ্যাকখাই!

জাল  টাকা

ফালু মিয়া 
আলু নিয়া
বেচতে গেল বাজারে,
হাজার টাকার 
নোট পেয়ে তার
মনটা হলো তাজা রে!

টাকা পেয়ে 
চলে ধেয়ে
কিনতে বউয়ের শাড়ি ওই,
দোকানদারে 
বলছে তারে
বলো তোমার বাড়ি কই?

ব্যাপারটা কী! 
বুঝতে বাকি
ফালু মিয়া বোকা রে!
পুলিশ ডেকে 
বলছে একে
ঢুকিয়ে দাও লকারে।

কারণটা কী? 
টাকা নাকি
সবই ছিল জাল যে!
ফালুর মতো 
শত শত
হয় লোকের এই হাল যে!

জালটাকার এই 
কারবারেতেই
আছে যত জোঁক রে!
চক্রটারে 
ধরতে পারে
এমন আইন হোক রে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন