মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

পাঁচটি ছড়া - মানসুর মুজাম্মিল

আজ নতুনের ডাক

আজ নতুনের ডাক
নতুন দিনের স্বপ্নে সবাই
দুঃখ ভুলে থাক।
আজ নতুনের ডাক
রাগ গোস্বা হিংসাটারে
জুতার তলায় রাখ।
আজ নতুনের ডাক
গলা ছেড়ে পাখিগুলো
জীবনের গান গাক।

আজ নতুনের ডাক
মাথাতুলে দাঁড়িয়ে যাবার
সবাই শক্তি পাক।

চার ডাক্কু

চুপিচুপি ঘরে আসে
চারচার ডাক্কু
তিনটাই মোচওয়ালা
একটাই টাক্কু।

খুন আর ডাকাতিতে
চারটাই পাক্কু
বের করে শর্ট গান
বের করে চাক্কু ।

নাক ডাকা ঘুমে ছিলো
তোরাবালী কাক্কু
ডাকাতের একজন
ভাঙে তার নাক্কু ।
সবকিছ ুনিয়ে নেয়
ঘরখানা ফাক্কু
সেই বড়ো ডাকাতির
আমি এক সাক্কু ।

হাঁটতে হাঁটতে

হাঁটতে হাঁটতে নদী
হাঁটতে হাঁটতে রেইল
বনের ভেতর হেঁটে দেখি
বনপাখিদের খেইল।

হাঁটতে হাঁটতে পাহাড়
হাঁটতে হাঁটতে গাঁ
মনটা আমায় বলে কেবলÑ
আরো দূরে যা।
হাঁটতে হাঁটতে সুর্য
হাঁটতে হাঁটতে রাত
চমকে উঠি- আমার কাঁধে
পরীর শীতল হাত!

সামনে

সামনে একটা নদী
এই নদীটা ভাষার
লক্ষ প্রাণের আশার... 
সামনেএকটা গাঁ
এ গাঁটি মায়ের
স্বচ্ছ আলো ছায়ের...

সামনে একটা বন
গাছে গাছে বনপাখিরা
ব্যস্ত সারাক্ষণ...
সামনে একটা দেশ
যুদ্ধ এবং ভালবাসার
আনন্দ অশেষ ।

বৃষ্টিঝরে

বৃষ্টিঝরে পাতার ওপর
কালোডাটের ছাতার ওপর
রিক্সাঅলার হুডের ওপর
বৃষ্টিঝরে টুপ ! 
চালতা গাছে বাঁদর নাচে
দৌড়ে পালায় বোয়াল মাছে
ডিপফিরিজে মুরগি আছে
আম্মু রাঁধে স্যুপ।

রাজ্য জুড়েবিশালআঁধার! 
বৃষ্টি মাথায় ফিরলো ফাদার
হাঁসগুলো আজ
খায়নি আধার
ব্যাঙাবেঙির ঝুপ।
ইলেকট্রিকের বাতি গেলো
ঘরে নতুন কুটুম এলো
ড্রয়িং রুমটা ভিজিয়ে দিলো
কী বিচ্ছিরি রূপ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন