রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

১২ বছর আগে ।। আদিত্য পিয়াস



১২ বছর আগে


কোনো এক বিষণ্ণ দুপুরে
ক্লান্তিময় ঘুমের ঘোরে,
শুনতে পাবে কোকিলের মধুর ডাক
জানি ঘুম ভেঙ্গে যাবে  তোমার হঠাৎ ।

১২ বছর আগে হারিয়ে যাওয়া এক যুবক
স্মৃতির ক্যানভাসে দিয়ে যাবে উঁকি !
হৃদয়ে রক্তক্ষরণ, চোখ হবে ঝাপসা
বিষণ্ণ স্মৃতিরা কাটবে মনে আঁকিবুকি ।

কোনো এক গোধূলি বিকেলে মেয়ে
উদাসী মনে আকাশের দিকে থাকবে চেয়ে।
একলা ছাদে এপাশ থেকে ওপাশ করবে পায়চারি
দেখতে পাবেনা কেউ তোমায়,শুনবেনা কেউ হৃদয়ের আহাজারি ।

১২ বছর আগে হারিয়ে যাওয়া এক যুবক
স্মৃতির ক্যানভাসে দিয়ে যাবে উঁকি !
হৃদয়ে রক্তক্ষরণ, চোখ হবে ঝাপসা
বিষণ্ণ স্মৃতিরা কাটবে মনে আঁকিবুকি ।


কোনো এক নিঃসঙ্গ রাতে 
কেঁদে বুক ভাসাবে সুখের অসুখে
মায়াবী মুখে, শৈল্পিক চোখে ভরিয়ে দিবেনা কেউ আদরে
অকারণে ডাকবেনা কেউ প্রিয় নামে বারেবারে !

১২ বছর আগে হারিয়ে যাওয়া এক যুবক
স্মৃতির ক্যানভাসে দিয়ে যাবে উঁকি !
হৃদয়ে রক্তক্ষরণ, চোখ হবে ঝাপসা
বিষণ্ণ স্মৃতিরা কাটবে মনে আঁকিবুকি ।


কোনো এক মাতাল জ্যোস্না কিংবা ঝুম বৃষ্টির রাতে
কর্মমুখর দিন কিংবা স্বর্ণালী সুপ্রভাতে,
হারিয়ে যাওয়া দিনগুলো আসবে ফিরে ফিরে 
ক্লান্তির কালো রঙে বাড়বে বয়স ধীরে ধীরে !

১২ বছর আগে হারিয়ে যাওয়া এক যুবক
স্মৃতির ক্যানভাসে দিয়ে যাবে উঁকি !
হৃদয়ে রক্তক্ষরণ, চোখ হবে ঝাপসা
বিষণ্ণ স্মৃতিরা কাটবে মনে আঁকিবুকি ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন