রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

সেই বেলা ।। রায়ান নুর



সেই বেলা


তুমি কেএফসিতে অর্ডার দাও
চিকেন আর ফ্রেন্স ফ্রাই
আমি দুই ঘণ্টা বসে থাকি
এক কাপ চায়ের জন্য
এমনি মানব জীবন প্রিয়ে
পাঁচ টাকার অভাবে
হেঁটে চলি তিন কিলোমিটার
তখন তুমি মোবাইলে ব্যালেন্স ভরো
তিনশটাকা প্রতি বারে ৷
আমি বন্যায় ডুবি, খরায় মরি
ধানে মরি,
তুমি দাও মধ্যবিত্তের বিলাসী বক্তৃতা
কোন নামকরা এসি সেমিনার হলে,
আমি গল্প লিখি এসব মাঠে ঘাটে
তুমি বলো সেগুলো নাকি
আন এস্থেটিকস রাজনীতিতে দুষ্ট ৷
আমি যখন হাত দিয়ে খাই
তুমি বলো আমি খেত
এইকি মানব জীবন প্রিয়ে
তুমি আজ প্রফেসর আমি পথের কাঙাল ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন