রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

আবিস্কার ।। সিদ্দিক প্রামাণিক



আবিষ্কার

মানুষের আগে আগে চলে তার শিশ্ন,
তার আস্ফালন আর মুহুর্মুহু ক্রোধ

এ কথা আজ আবিষ্কারের পরই মনে হলো

জগদীশ চন্দ্র বসুর জম্মের আগেও গাছের প্রাণ ছিল, 
বংশবিস্তার ছিল অথচ এই কথাটি বলার জন্য 
একটি মুখের জম্ম দিতে এই পৃথিবীর কোটি কোটি
বছর লেগে গেলো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন