রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

মৃণ্ময়ী ।। ইয়ার ইগনিয়াস



মৃণ্ময়ী
প্রণতি মৃণ্ময়ী
বিজন অরণ্যে ধ্যানের অতলে
আমি সিদ্ধার্থ
মন কায়া সপি তব নাম জপি
অন্তর অলিন্দে শোকার্ত নির্ঝর
ভেজায় বুক, ভেজায় পথ তোমার আসার
তুমি আসবে বলে এই বিজনের বাটে...
অায়তলোচনা হে
তোমার তাচ্ছিল্যের তীক্ষ্ণ দৃষ্টি
ক্যাকটাস-কন্টকসম বিঁধে
মরমের মেমব্রেনে
বোশেখী ঝড়ে বিনাশ করো
বিন্যস্ত অাস্তায় গোছানো সঙসার
ফিরে এসো
অ্যাডাম ও ঈভের মতো
প্রার্থনায় প্রার্থনায়
যাবতীয় অারাধনা শিঁকেয় তোলে
মিলনের প্রার্থনায় মুখর হোক আবার
প্রাচীন পৃথিবী।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন