রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

অণুগল্পঃবর্ষীতে মাছ ধরার ইচ্ছেও ফুরিয়ে গেছে ।। শিহাব আহমাদ






বর্ষীতে মাছ ধরার ইচ্ছেও ফুরিয়ে গেছে


২০০২ইং। উজ্জ্বল তখন তৃতীয় শ্রেণীতে পড়ে। স্কুল শেষে বাসায় ফিরে কোনো রকমে কাপড় পাল্টিয়ে পেটে দু'দানা পড়ুক কিংবা নাই পড়ুক ওমনি বর্ষী হাতে ছুটে যেতো পাশের গ্রামের সেই বিলের ধারে। সকলের সাথে সারি বদ্ধ ভাবে বসে  যেতো বর্ষী হাতে।  সবার চেয়ে ছোট ছিলো। তাই পাশের বড় জনেরা যখন বর্ষীতে টোপ (মাছ ধরার খাবার) লাগাতেন তাদের দেখে সেও বর্ষীতে টোপ লাগিয়ে তাদের পাশাপাশি টোপ লাগানো বর্ষী ঢিল ছুঁড়ত। বড়'রা যখন মাছ ধরার সংকেত দিত ঠিক তখন সেও তাদের নির্দেশিত পথ অনুসরণ করতো। কিন্তু বর্ষী উঠিয়ে দেখা যেতো সকলের বর্ষীতে মাছ ঝুলছে, আর উজ্জ্বলের বর্ষীতে ঝুলতো শূন্য বাতাস।
এভাবেই কেটে পুড়িয়ে ফেলতো দিনের বাকী অংশ। মাছ আর পেতো না। অবশেষে সূর্য লাল রশ্মি ধরে পশ্চিম আকাশে ঢোলে পরতে-ই বর্ষী নিয়ে মাছ শূন্য হাতে ফিরতে হতো বাসায়। মাছ ধায় অত্যন্ত অনভিজ্ঞ ছিলো উজ্জ্বল কিন্তু মাছ ধরার নেশা থেকে কেটে উঠতে পারতো না। 

'আজ বয়স বেড়েছে,
মন ধৈর্যহীন হয়েছে'।

বর্ষীতে মাছ ধরার ইচ্ছেও ফুরিয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন