রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

কে যায় গাঁয়ের পথ বেয়ে ।। আব্দুল্লাহ আল মারুফ


কে যায় গাঁয়ের পথ বেয়ে
 

কে যায় গাঁয়ের পথ বেয়ে আমার উষ্ণ হৃদয় ছুঁয়ে গোধূলিলগ্নে হাতে হাত রাখি?
অচেনা দু'জন মুক্তাঝড়া হাসি
বারেক ফিরে চাও একটু নয়ন জুড়ে দেখি।
পুব আকাশের গোধূলি দ্যুতি নিভে গেছে দেখে তোমার দিঘল ঠোঁটের হাসি,
কি সুন্দর মুখখানি অপলক চেয়ে আছি তাকে যে আমি বড্ড
ভালোবাসি।

ঠাঁই দাঁড়িয়ে আপনকে আপনে শুধালাম সেই তো আমার উর্বশী বহুড়ি,
বেশ সুন্দর কবরীভূষণ দু'ডানা নেড়ে হাটছে মনে হলো সাত রঙে হুরপরী।
পিছু ফিরে অট্ট হেসে বলে তোমার হৃদয় আজও যায়গা আছে?কত কথা এভাবে দু'জনের কাটলো অনেক্ষণ,
চোরাচাহনি মৃদু হেসে পিছু ফিরে চায় হায় হায় মনের লাগাম টেনে বলি মন একটু কথা শোন।
 চিকন ঠোঁট নেড়ে বলে এক সাগর ভালোবাসা দিবে?আদরে রাখবে আমায় তোমার ছোট্ট হৃদয় ঘরে,
কি ভাবছো?বুকের পিঞ্জর ছিঁড়ে যায় তোমায় নিয়ে যে আমার হাজার স্বপ্ন এই ছোট্ট জীবন জুড়ে..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন