রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

মহোৎসব ।। কৃপা আচার্য


মহোৎসব


তাদের হাতে খোন্তা দেয়া হয় তুলে,
তাদের গলায় মুক্তার মালা ঝুলে
তারা কেউ কেউ চাটুকার হয়ে আছে
তারা আছে কার্নিশে-দেয়ালে এবং গাছে-গাছে
তারা এখন হৈ-হল্লা করে লুটেপুটে খায় কতো
চারদিক জুড়ে পথ-প্রান্তরে হৈ-হল্লায় আমোদে যতো।

পোষা হয় তাদেরকে বড় বড় দলে
জয় জয় জয় জয়... নৃত্য-কোলাহলে
যাচ্ছেতাই করে বেড়ায় তারা সকলে
গণদুশমন দেশে-দেশে পৃথিবীর বোগলে
আহা! খোন্তা-কোদাল দেয়া হয়েছে তাদেরই হাতে বেশ তুলে
গ্রীবাদেশে তাদের মুক্তার মালা ঝুলে।

উগ্র-উচ্ছৃঙ্খল সব চণ্ডমুণ্ড
সমাজে-জাতিতে জ্বালছে কুণ্ড
'জ্বালাও-পোড়াও বাঁজাও বারোটা
উৎপাতে-উপদ্রবে বাঁজাও ঘন্টা"
নামে গণতন্ত্র, কামে কি? আজব কিছু জাবরকাটা=
পিঠে তাদের জোটেনি এখনো আস্ত কিছু ঝাটাপেটা।

কি চাও পরিচালক... ছুটে ছুটে অনর্গল?
গণতন্ত্র ফলানোর কৃতিত্বে কোনও নোবেল?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন