বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

একটি মানুষ ।। শক্তি চট্টপাধ্যায়























একটি মানুষ 

একটি মানুষ দেখেছিলাম, দাঁড়িয়েছিলেন একা 
হঠাৎ পথে দেখা আমার, হঠাৎ পথে দেখা 
সবাই তাঁকে দেখতে পায় না 
সবাই তাঁকে দেখতে পায় না 
কিন্তু, তিনি দেখেন– 
কোথায় তোমার দুঃখ কষ্ট, কোথায় তোমার জ্বালা 
আমায় বলো, আমারই ডালপালা 
তোমার এবং তোমার, তুমি যেমন ভাবেই কাটো 
আমি একটু বৃহৎ, তুমি ছোট্ট করেই ছাঁটো 
লাগবে না লাগবে না 
আমি কি আর পাথর, আমায় লাগবে একটুতে? 
মানুষ আমি, কী মনে হয়? মানুষ সহ্য করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন