বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

দেশপ্রেমের উষ্ণতা ।। এ বি এম সোহেল রশিদ










দেশপ্রেমের উষ্ণতা


সাইবেরিয়ার তুষার ঝড়ে পালিয়ে আসা 
পরিযায়ী পাখির ডানায় আনা বরফস্তুপ 
নিযুত চেষ্টায়ও শীতল করতে পারেনি
দেশপ্রেমের উষ্ণতা

চোলিস্তান ও থর মরুভূমির শিকারি বাজপাখিও
ছেড়ে দেয় হিংস্রতা মুক্তিকামীদের বজ্রকঠিন দৃঢ়তায়।
আমার এই নরম মৃত্তিকায় মুখরিত হিন্দোলে
বিসর্জন-নদীর বুকে অশ্রুরঙ মেখে ফোটে রক্তশাপলা

সবুজফসলের ক্ষেতে উঁকি দেয়া লাল অর্ক
কখন যে হয়ে গেছে লালসবুজ পতাকা
সে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে নয় মাসে
নদীর আঁচলে বাঁধা ভূখণ্ডটিও হয়ে গেছে
একটি সার্বভৌম মানচিত্র।
গভীর দুর্যোগেও লাঙলের চুম্বনে দ্বিগুণ ফসলে
ভরে উঠে আমার গোলা; ভারে উঠে জলাশয়
মাছে মাছে। শিশির পাখা মেলে বসে দূর্বাঘাসে
আগামীর সূর্য কিরণে হাসবে সে সবুজের বুকে

স্বাধীন দেশের স্বাধীন শিশু, পা রাখে পৃথিবীর পথে
হাজার বছরকে সঙ্গী করে সে ভবিষ্যৎ যাত্রায়
গাইছে গান; প্রাণ খুলে বাতাসের কানে কানে
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন