বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

মন ।। কল্যাণী তালুকদার






















মন


ক'দিন ধরে তুমি খুব অসুস্থ.....
হাড়ে হাড়ে টের পাচ্ছি,
তোমার শরীরটা যেন
একটা আধপুড়া রুটি....
ঘুন খাওয়া কাষ্ঠ খন্ড... 
তাতে একটা পিন ফুটেছে...!
যেদিন দেখে এসেছিলে
নিঃসন্তান সেই বিধবাকে...
ওর ভীষন কষ্ট.....
অর্ধাঙ্গ অবশ....!
ঠেলাঠেলি পরিজনদের
ওর সেবা নিয়ে....!
শুধু তাই নয়
দেখছি,তুমি প্রায়শই
অসুস্থ হও নানাবিধ কারনে।
ঠিক অনুভূত হয়না...
কোথায় চিনচিনে ব্যথাটা....
অহর্নিশ কষ্ট দেয়!
বড় অসহায় তুমি....
হস্তপদ হীন
অসমর্থ.....!
তোমার অদৃশ্য হৃৎপিন্ড
দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত
অনবরত রক্তক্ষরণ চলে....!
তুমি তো নির্বাক
বাকশক্তি হীন...!
কিন্তু, তোমার হাজার কোটি চোখ
সে চোখ গুলো
পুরো পৃথিবীটাকে
এক নিমেষে দেখে নেয়....!
সাবলীল দৃশ্য গুলো তোমাকে
পাগলের মত হাসায়!
নির্মমতা গুলো অগুনতি
শানিত অস্ত্র হানে উপর্যুপরি
ভারসাম্য হারাও অবশেষে...
কি? ঠিক বললাম তো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন