রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

এখন আমার পাথরসময় চলছে ।। বাদল মেহেদী

এখন আমার পাথরসময় চলছে
            

একদা যেখানে বালিকানিবাস ছিল
ঋতুভেদে কবিতার আনাগোনা হতো অহরহ
প্রেমের শিল্পিত রূপ খুঁজে পেতাম শরীরের ভাঁজে ভাঁজে
এখন সেখানে পাথরসময় চলছে।

হৃদয় অলিন্দে আমি বিষবৃক্ষ রোপণ করিনি কখনো
ঝিনুক যেমনি তার মুক্তা রাখে সযতনে
আমিও রেখেছি এক কৈশোর প্রেম
আমার হৃদয়ের বদ্ধ কুঠরিতে।

বিশ্বাসে তোমাকে আমি যতবার পেয়েছি একা
বলেছ, দেবে দেবে আমাকে সবই
সময়ক্ষেপণ করে এখন বলো
প্রেম ছাড়া সবই দেবে জীবন অবধি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন