বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

প্লাটফর্ম ও কিছু উটকো পারফিউমের গন্ধ ।। নাসির ওয়াদেন










প্লাটফর্ম ও কিছু উটকো পারফিউমের গন্ধ

           

বিকেলের সোনালি সূর্যের আলোগন্ধ ভরিয়ে
তোলে ভিজে প্লাটফর্মের বিক্ষত বুক
ইতস্ততঃ কিছু প্রবীণের শীতলছায়া চোখ
নীরবে পাতা মেলছে,কান শুনছে অতীতকাহিনী
কিছু হাস্যকৌতুক ধ্বনি তড়তড়িয়ে বেহালার ছড়
ভেঙে ছড়িয়ে পড়ে শব্দমালায় ---
বেঁচে থাকার চাহিদা অস্তমিত সূর্যকেও
প্রণাম জানাচ্ছি •••

স্মৃতির বিছানা পেতে দিয়েছে মায়াজালের নিস্তব্ধতা---

কতিপয় শিক্ষকের প্রাণোচ্ছ্বাস হাসি
জীবন খুঁজে পায় প্লাটফর্মের কংক্রিটে
কবে কে রিটায়ার্ড করছে, ডি এ কত বাকি,
কেন্দ্র-রাজ্য ফারাক কেন -- অজস্র শব্দবৃষ্টি
পাশে ফোটা শিমুলও ম্লান হয়---

রাত্রি অন্ধকার চাদরখানা ধরিত্রীর আলোমুখে
চাপা দিলেও কিছুটা উটকো পারফিউমের গন্ধ
হাওয়ায় ভেসে যাচ্ছে •••••

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন