মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

ব্যানার্জী কেবিনে ।। হরিৎ বন্দ্যোপাধ্যায়









ব্যানার্জী কেবিনে



জানলা ধারে আমরা তিনজন
বাইরে দুপুর ভীষণ এলোমেলো
সবুজ জামায় বয়স্ক একজন
উড়িয়ে সকল সাহস যোগায় প্রাণে ।

কথায় কথায় কবির যুদ্ধ আসে
মাইক নিয়ে ভীষণ কাড়াকাড়ি
সবার মাঝে আমরা থাকি জেগে
কবি-আসর থেকে অনেক দূরে ।

কথার মাঝে তিনটি চায়ের কাপ
মাঝে মাঝে চুমুকে হই আলো
বিশেষ খিদেয় এক্সট্রা দুটি প্লেটে
বুঝতে পারি পেটে মাথায় ভারি ।

কখনও মেঘ হঠাৎ নিমন্ত্রণে
টেবিল জুড়ে ঘনিয়ে আসে কালো
শিকড়হীন একটি দুটি কথা
আমরা তখন অনেক অনেক দূরে ।

যা লিখি তা আমার কবিতা ?
প্রশ্ন ওঠে এসব নিয়েও কতো
আমি বলি, লিখছি আমি ঠিক
না লিখলে তা লিখতো অন্য কেউ ।

যেখানে যে যতদূরেই থাক
দুপুরবেলা কেবিনে হই জড়ো
তিন থেকে হই কখনও পাঁচ সাত
কাব্যকথায় কালবোশেখির ঝড় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন