রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

মৃত্যু- তনয় ।। শ্রীলেখা চ্যাটার্জি




মৃত্যু - তনয় 


তুমি মৃত্যুকে পেয়েছিলে ভয় ! 
বুঝি মৃত্যুই চেয়েছিল ক্ষয় ! 
বুঝিবা তোমার মাঝে তার জয় ! 
তোমায় চেয়েছে যে -- মৃত্যু নয় !  
মৃত্যু মাঝেই  রাত্রির লয়  !
তুমিহীন অমর সে অক্ষয় !
সে যে আনে বিষাদের বরাভয়  ! 
লক্ষ্য ভেদে সে অনন্ত জয় ! 
তুমি তো অনন্তের প্রত্যয় | 
এ বিশ্ব জুড়ে শুধু আমি ময়  | 
ছোটে প্রাণ দেহাতীত , দুর্জয় ! 
তোমা মাঝে জাগ্রত-- নির্ভয় ! 
মরণ সে সবার , সে কারো নয় ; 
সৃষ্টির সে যে মহা বিস্ময় | 
হে জীবন পথ দুর্গমময় , 
 তুমি মৃত্যুর লাস্য তনয় ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন