মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

কালের বিষণ্নতা ।। ওয়াসীম রহমান সানী






















কালের বিষণ্ণতা 


মূলত পৃথিবীর মানুষ বড়ই বিচলিত বিষণ্ণ
হতাশা আর উদাসীন রোগে রোগাক্রান্ত
হিসেব কষাতে কষাতে হয়ে পড়েছে পাপিষ্ঠ।
স্যাঁতস্যাঁতে অন্ধকার চতুর্দিক...
পিছন ফিরে তাকানোর সময় নেই হাতে।
ঘোরে দাঁড়াতে হবে আমি আমার লক্ষ্যে
সব কিছুতেই যেনো প্রতিযোগিতা, টিকে থাকতে হবে।
একটি শুকনো রুটির উপরে কারো সকাল সন্ধ্যা 
কেউ কেউ ঢালাও ভাবে সাজাচ্ছে জীবনের কালক্রম।
উঁচুনিচু মানুষে মানুষের ভেদাভেদ...
এ য্যানো এক অভিশপ্ত পৃথিবী নরকের চেয়েও ভয়াবহ।
দিনার আর দেরহামের হিসেবে 
পৃথিবী তার যৌবনত্ব হারাচ্ছে 
সুতরাং আসুন আমরা থাকি হাসি খুশি
 সবাই সবাইকে রাখি এবং ভালোবাসতে শিখি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন