বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

অলৌকিক ভোরে ।। পূবালী রানা








অলৌকিক ভোরে

এক মায়াবী ভোরে, প্রেমে অপ্রেমে ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিতে দিতে 
দুই ঠোঁটের উষ্ণতা মেপেছি। 
আমার স্বপ্নে তখন একরাশ হলুদ প্রজাপতি।
বৃষ্টিভেজা উপবন থেকে উপবনে --
কখনো সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করেছি।
এক অলৌকিক ভোরে হয়েছিল ধর্মান্তর আমাদের
পল্লবিত হতে হতে
হঠাৎ ডোরবেলের শব্দ, সচেতনতার অন্তহীন পরিসরে
রক্তিম শূন্যতার মাঝে অপ্রকৃতস্থ আমি
 শিরদাঁড়া বেয়ে নেমে আসা শীতল স্রোত
কুয়াশার গহ্বরে আত্মগোপন -
প্রলয়ের পরে ক্ষুধার্ত আত্মার অশরীরী আর্তনাদ! 
জানি
সোনালি চিতার আগুনেই মুক্তি পাবে 
অনন্ত দাবানল বাস্প হয়ে ঝরে পড়ার মুহুর্তে
দিগন্তে তখনও  লাল আগুনের আভা
স্তব্ধতা চিৎকার করে ওঠে।
টুকরো হয়ে যাওয়া কাঁচগুলো একটা একটা করে তুলে পা বাড়াই পথে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন