বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

কি হবে না হবে ।। সুধাংশু চক্রবর্ত্তী


কি হবে না হবে 


অদূরে যে তালগাছটা দাঁড়িয়ে আছে তার ছায়া লম্বা হয়ে এসে
মাথা নত করলে আমার উঠোনে বুঝবো বিকেল হয়েছে
বুঝবো এবার অন্ধকারে ঢেকে থাকা জীবন চেপে বসবে, ঘষে
ঘষে সময় গুটোবে । সে বড়ই চামচিকে বাদুড়ের জীবন যাপন,
বড়ই একঘেয়ে বুক নিঙড়ানো অসীম প্রতীক্ষায় বসে থাকা ।

লক্ষ হাজার বছরের পুরোনো চাঁদ - তারা আর ভালো লাগে না
সেই তো স্বপ্নের ঘরে তাদের আনাগোনা, অহেতুক চমকে ওঠা
ক্ষণে ক্ষণে ইঁদুরের খুটুর খুটুর শব্দে , এসব আর ভালো লাগে না ।

তারপরও কি ভালো লাগে কিছু ? সেই একঘেয়ে রক্তিম আভা
ছড়িয়ে পড়া পূব আকাশে , টুকরো টুকরো বাদলের দাঁড় টেনে টেনে
বয়ে চলা কোন এক অজানা স্বপ্নালোকে – এসবই বড্ড বোকাসোকা ।

তালগাছটার ভ্রক্ষেপ নেই এসবের কিছুতেই , শুধু বাতাস পেলে
ডানা মেলে উড়ে যেতে চায় কিন্তু পারে না । শেকড়ের টান ছিঁড়ে
যাওয়া অত সহজ নয় বুঝে দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে
থাকে , লালন করে কচি বট-অশ্বত্থের চারা । আমি তাই নিঃসঙ্গ
শালিখ হয়ে মরে যেতে চাই সকলের অগোচরে , একেবারে একা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন